Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিশ্রুতি না এলে সচিবালয়ে অবস্থানের ঘোষণা জবি শিক্ষার্থীদের

জবি করেসপনডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৩

প্রতিশ্রুতি না এলে সচিবালয়ে অবস্থান নিবেন বলে ঘোষণা দিয়েছেন জবির অনশনে থাকা শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান অনশন আরও জোরদার হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে ‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা তা সংশোধনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না এলে আজ রাতেই সচিবালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সংবাদ সম্মেলনে অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। বিকেল ৪টায় তারা চিঠি সংশোধনের দাবি জানান এবং দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

অনশনকারী শিক্ষার্থীদের একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ‘জাস্টিস ফর জুলাই’র আহ্বায়ক সজিবুর রহমান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠিটি অনেকটাই অস্পষ্ট। তাই আমরা একটা সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে সংশোধিত চিঠি চাই। যেখানে উল্লেখ থাকতে হবে— ১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি সই করা; ২. সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান ভারে স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও বাজেট পাশ করতে হবে। ৩. ২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি মাস থেকেই প্রদানের ঘোষণা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী বুধবারের সভার সিদ্ধান্তগুলো লিখিত আকারে না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের আওতাভুক্ত থাকবে।’

বিজ্ঞাপন

এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সচিবালয় থেকে যেহেতু একটি চিঠি দেওয়া হয়েছে। তাই আপাতত আমরা সচিবালয়ে যাচ্ছি না। আমরা চিঠি নবায়নের সময় দিচ্ছি এক ঘণ্টা। এরমধ্যে চিঠি নবায়ন না করলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। প্রয়োজনে আজকে রাতে আমরা সচিবালয়ে অবস্থান করব।’

সারাবাংলা/এসডব্লিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দাবি শিক্ষার্থী অনশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর