বিএনপির উচিত অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়া: অলি
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:১৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৪
ঢাকা: এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি। বিএনপির উচিত সমমনা দলগুলোকে ডেকে একটা সমন্বিত কর্মসূচি দেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের নেতাদের রেষারেষি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন,‘‘এটা দুঃখজনক। জাতীয় রাজনীতিতে সব কথার উত্তর প্রকাশ্যে দিতে হয় না।’’
নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। নতুন দল আসুক কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়।’’
ভারতের সঙ্গে সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘কারও তদারকিতে বাংলাদেশ চলবে না। আমাদের সঙ্গে ফাইজলামো করে কোনো লাভ হবে না। আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে। ভারত থেকে গরু, মুরগি, ডিম, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের ওপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর আস্থা রাখি।’’
সারাবাংলা/এজেড/ইআ