সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে করণীয় ঠিক করতে ডাকা এই সভা আগামী বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, অগ্রগতি পর্যালোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার(১৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা। শেখানে শত শত শিক্ষার্থীকে দাবি আদায়ে নানা শ্লোগান দিতে দেখা গেছে।
তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। তারা সচিবালয়ের সামনে থেকে সরবেন না বলেও গণমাধ্যমকে বলতে দেখা গেছে।
এদিকে অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
আরও পড়ুন- দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা
সারাবাংলা/জেআর/ইআ