বগুড়া: ১০ দফা দাবি বাস্তবায়নে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্ট ও কৃষক ফ্রন্ট মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কৃষক ফ্রন্ট বগুড়া জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ পারভেজ। মানববন্ধনে বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক নেতা শাজাহান আলী, মহসিন আলী ও বাবু মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা সারের দাম কমানো, বীজের ভেজাল রোধ ও ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ কৃষি, কৃষক ও ক্ষেতমজুরদের বাঁচাতে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।