Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসবি প্রধান হলেন অতিরিক্ত আইজিপি গোলাম রসুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৭

মো. গোলাম রসুল।

ঢাকা: বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম রসুল। এর আগে, তিনি বিশেষ শাখায় ডিআইজি পদে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ) উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

এতে বলা হয়, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) করে একই বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর