’আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মান করবে’
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৪০
নরসিংদী: বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সময়ে অধিকাংশ তরুণরাই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজীর মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে ফলে সমাজ হচ্ছে অস্থিতিশীল। পাশাপাশি আবার তরুণ-যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণ-পণ চেষ্টা চালিয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। তারাই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মান করবে।
খায়রুল কবির খোকন সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রার বার্ষিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক আবুবকর তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। সদস্য সচিব শেখ রাসেল মাহমুদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবে জেলার বিভিন্ন উপজেলার তিন হাজারের বেশি সংগঠক অংশ নেয়।
সারাবাংলা/এনজে