Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএমপিভি প্রাণঘাতী নয়, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৭

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। ছবি: সংগৃহীত

ঢাকা: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) একটি সাধারণ ফ্লু। এটিকে প্রাণঘাতী বলা যাচ্ছে না। সাধারণ ঠান্ডা ফ্লু-তে শ্বাসতন্ত্রের যে ইনফেকশনগুলো হয়, এই ভাইরাসেও তেমনটি হয়। অনেকগুলো ভাইরাসের মধ্যে এটিও একটি।

এই ভাইরাস আক্রান্তরা সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ নিয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো থেকে কোনো সতর্কতার নির্দেশ আসেনি, তাই মহামারিরও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে ডা. সায়েদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা কেউ সতর্কতা জানায়নি। ২০০১ সাল থেকে এই ভাইরাস পাওয়া যায়। মূলত এই ভাইরাস শনাক্তের চেষ্টা সেটি কখনো করা হয়নি।’

তিনি বলেন, ‘এই ভাইরাস শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোনো আন্তর্জাতিক সংস্থাও জোর দেয় না। এটাকে সাধারণ ফ্লু হিসেবেই চিকিৎসা করা হয়। কারও যদি অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে, সেসব রোগীর জন্য এটি একটি সাধারণ ফ্লু। সেক্ষেত্রে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ফ্লু জটিলতা বাড়াতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ ফ্লুর কারণ হিসেবে এই ভাইরাস সারা বিশ্বে শনাক্ত হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ছিল। এটিকে এখন পর্যন্ত প্রাণঘাতী বলা হচ্ছে না। ভাইরাস যখন সার্কুলেশনে থাকে তখন মিউটেশনের আশঙ্কা থাকে। সেটি নজরদারির মধ্যে আছে।’

বিজ্ঞাপন

ডা. সায়েদুর রহমান বলেন, ‘এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা কেউ সতর্কতা জানায়নি। আমাদের যে সক্ষমতা আছে যখন প্রয়োজন মনে হবে- তখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে- কোনো ধরনের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। সাধারণ চিকিৎসাই একজন চিকিৎসক এই রোগের ক্ষেত্রে করবেন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আতঙ্কিত এইচএমপিভি টপ নিউজ প্রাণঘাতী নয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর