‘সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে’
১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫১
ঢাকা: সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানা ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, ‘বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতা-কর্মী শহিদ হয়েছে। জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহিদ হয়েছে। আর আজ সকল কৃতিত্ব দাবি করে সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুণ্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।’
সংগঠনের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ঢাকা মহানগর যুবদল বিএনপি