মেলার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, যুবদল কর্মী খুন
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:২১
১৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একটি মেলার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক যুবদল কর্মী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খুনের শিকার ওই যুবকের নাম জাহিদ হোসেন মুন্না। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘মেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে মুন্না নামে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায় বলে শুনেছি। সে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে তদন্ত চলছে।’
সারাবাংলা/আইসি/এসডব্লিউ