Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে জেঁকে বসেছে শীত, বঞ্চিত রাজধানী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ০৯:২৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৩

ছবি: সারাবাংলা

ঢাকা: ঋতুতে এখন শীতকাল। শীত শুরুর আগে থেকেই গ্রামগঞ্জ ও মফস্বলেও বেশ ভালোভাবেই শীত অনুভূত হয়েছে। দেশের অন্যত্র শীতের তীব্রতা উপভোগ করলেও, এ সময়ে রাজধানীর চিত্র ভিন্ন। ভরা শীত মৌসুমেও রাজধানীতে শীতের দেখা নেই বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, ইট- পাথরের শহরে গাছের অভাবে শীতের শীতলতা অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই পরিস্থিতি থাকতে পারে বুধবারও (১৫ জানুয়ারি)।

বিজ্ঞাপন

এদিনও শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। তবে এদিনে দিন ও রাত দুই সময়ের তাপমাত্রাই কমতে পারে। অর্থাৎ এদিন থেকে শীতের অনুভূতি বাড়বে। এ সময়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এদিকে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এতে বাংলাদেশের ওপরে কোনো প্রভাব পড়ছে না।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আবহাওয়া ঢাকা সারা দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর