Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:১২

ভূমিকম্পে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণাঞ্চল। ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলে সোমবার (১৩ জানুয়ারি) রাতে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চল কেঁপে ওঠে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি শহরের উপকূলীয় সাগরে এই ভূমিকম্প উদ্ভূত হয়। ভূমিকম্পটি প্রাথমিকভাবে ৬ দশমিক ৯ মাত্রার ছিল।

তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সব সুনামি সতর্কতা উঠিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, ভূমিকম্পের পূর্বাভাসে জাপানের দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি ও কোচি প্রিফেকচারের জন্য সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

পরে মিয়াজাকি শহরের উপকূলে ২০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি রেকর্ড করা হয়।

ভূমিকম্পের উৎপত্তি স্থলের নিকটবর্তী পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কাগোশিমা প্রিফেকচারের সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর