পেনাল্টি মিসে হ্যাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি
১৪ জানুয়ারি ২০২৫ ১২:১১
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে মিস করেছিলেন বেশ কয়েকটি সহজ গোল, মিস করেছেন মহামূল্যবান পেনাল্টিও। ফরোয়ার্ড কাই হ্যাভার্টজের ব্যর্থতায় এফএফ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আর্সেনাল। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ হারের হতাশার মাঝে বড় হুমকি পেয়েছেন হ্যাভার্টজ। তার স্ত্রী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে!
এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের ইউনাইটেডকে পেয়েও জিততে পারেনি আর্সেনাল। পুরো ম্যাচে একাধিক গোলের সুযোগ নস্ট করেছেন হ্যাভার্টজ। টাইব্রেকারে গিয়েও করতে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন হ্যাভার্টজ। ম্যাচে তার বাজে পারফরম্যান্স নিয়ে ধেয়ে এসেছে সমালোচনার তীরও।
তবে এসব সমালোচনার মাঝেই হ্যাভার্টজের পরিবার হুমকিও পেয়েছে। তার সন্তানসম্ভবা স্ত্রী সোফিয়া হ্যাভার্টজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনাগত সন্তানকে ‘জবাই করে’ হত্যার হুমকি দেওয়া হয়েছে, ‘ একজন লিখেছে সে আমার ঘরে এসে আমার সন্তানকে হত্যা করবে! যদি কেউ মনে করে এরকম কিছু লেখা স্বাভাবিক, তাহলে সেটা আমার জন্য বিশাল ধাক্কা। আশা করি আপনারা এসব লেখার জন্য লজ্জিত হবেন। আমি আসলে বুঝতে পারছি না কী বলব! মানুষকে আরও সম্মান করে কথা বলা উচিত।’
এমন হুমকির ব্যাপারে নিন্দা জানিয়েছে আর্সেনালও। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের চেষ্টা করছেন তারা।
সারাবাংলা/এফএম