ছবির গল্প
রমনায় ফুলের জলসা
১৪ জানুয়ারি ২০২৫ ১৩:১১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
‘ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন কবি।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমীয় সংগীত সুধা আমাদের সবসময়ই আপ্লুত করে; ঘোরের ভেতর গুনগুনিয়ে ফেরে, কখনোবা চেতনেও জাগে সুর। তবে সব সুর ও সুধা কিন্তু সৌন্দর্য ও বেদনার ভেতর। যেখান থেকে উৎসারিত হয় কবির অমীয় বাণী। আমরা সেই বাণীর সুরে ঘোরে ডুবে যাই। যাই হোক, ফুলের সৌন্দর্যে বিমোহিত হয় না এমন মানুষ খুব কম-ই পাওয়া যায়। ইট-কাঠ, পাথরের এই রাজধানী ঢাকার ফুসফুস বলা হয়ে রমনা পার্ককে। সেই রমনা পার্কে মানুষ চিত্ত বিনোদনের জন্য ঘুরতে যায়। এ ছাড়া, নগরীর মানুষেরা প্রাণশক্তিকে জাগিয়ে রাখতে সকাল-বিকেল সেখানে নিয়মিত ব্যায়াম করে থাকেন। এবার সেই রমনায় বসেছে ফুলের জলসা। যেখানে রয়েছে গাঁদা, গোলাপ, অপরাজিতা, রজনীগন্ধাসহ নানান ফুল। শরীরের সঙ্গে মনের শক্তিকেও জাগাতে এই ফুল বেশ কাজে দেবে। সম্প্রতি রমনার শীতকালীন সৌন্দর্য ‘ফুলের জলসা’র কিছু ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম