ইসির সঙ্গে ইউএনডিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
১৪ জানুয়ারি ২০২৫ ১২:২৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ইসিতে আসেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফন লিলালের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
জানা গেছে, প্রতিনিধি দলটি প্রথমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর পর্যায়ক্রমে সচিব এবং সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনকে সহায়তা করবে ইউএনডিপি। সহায়তা সম্পর্কে আলোচনা করতে কমিশনের সঙ্গে বৈঠক করছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় পৌনে ১ ঘণ্টা বৈঠক করে। পরে সভাকক্ষে অপর চার কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। সেটি এখনও চলছে। এরপর ইসি সচিবের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল। এর আগে, গত ২১ নভেম্বর নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে দু’টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি।
সারাবাংলা/এনএল/এমপি