খারাপ খেললেই বেতন কাটা, ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের
১৪ জানুয়ারি ২০২৫ ১৩:১০
ভালো খেললে তো কতকিছুই পান ক্রিকেটাররা। তবে খারাপ খেললে কি কখনো বেতন কাটার মতো শাস্তি পেতে হয়? ক্রিকেট ইতিহাসে অন্তত এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি। কিন্তু ভারতের ক্রিকেটে হয়তো ইতিহাসের প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে এমন কিছু। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই বছর থেকে খারাপ পারফরম্যান্সের জন্য ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বেতন কেটে নেবে বিসিসিআই!
ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুম্বাইয়ে বৈঠক করেছেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই বৈঠকে আগামী মৌসুমে ক্রিকেটারদের পারফরম্যান্স, বেতন, বোনাস নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বোর্ডের পক্ষ থেকেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে দলকে।
এসব নির্দেশনার মাঝে সবচেয়ে বড় ইস্যু হিসেবে এসেছে বেতন কাটার প্রস্তাব। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, এখন থেকে ম্যাচে খারাপ পারফর্ম করলে বেতন কাটা যাবে ক্রিকেটারদের। মাঠে ক্রিকেটারদের মাঝে আরও বেশি দায়িত্ববোধ আনতেই নাকি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।
তবে ‘খারাপ’ পারফরম্যান্সের সূচকটা আসলে কী ধরা হবে, সেটা নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। কোচ, অধিনায়ক ও দলের অন্যদের সাথে কথা বলেই সবকিছু চূড়ান্ত করা হবে, এমনটাই জানা গেছে। এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ভারতের ক্রিকেটাররা।
গত বছরই ক্রিকেটারদের বড় সুসংবাদ দিয়েছিল ভারতীয় বোর্ড। ২০২২-২৩ মৌসুম থেকে প্রতি মৌসুমে ৫০ শতাংশের বেশি ম্যাচে মাঠে নামলে টেস্টে ক্রিকেটাররা পেতেন ৩০ লাখ রুপি। সেটা ৭৫ শতাংশ হলে টাকার অংক দাঁড়াতো ৪৫ লাখ রুপিতে। বিশাল এই বেতন কাঠামোর পরেও এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত। আর এতেই নতুন করে সব কাঠামো ঢেলে সাজানোর কথা ভাবছে বোর্ড।
শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বেতন কাটার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কিনা, সেটা জানা যাবে কিছুদিনের মাঝেই।
সারাবাংলা/এফএম
জাসপ্রীত বুমরাহ বিরাট কোহলি বেতন কাটা ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মা