রাশিয়ার সঙ্গে ‘হাতি কূটনীতি’তে মিয়ানমার
১৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
হাতি, যা মিয়ানমারে ক্ষমতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত, এবার দেশের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মিয়ানমারের জান্তা সরকার আবারো ‘হাতি কূটনীতি’ ব্যবহার করে রাশিয়ার গ্রেট মস্কো স্টেট সার্কাসে উপহার হিসেবে পাঁচটি মাদি ও একটি পুরুষ হাতি পাঠিয়েছে।
রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই উপহার দেওয়া হয়েছে। মিয়ানমার ২০১৮ সালেও রাশিয়াকে একইভাবে হাতি উপহার দিয়েছিল।
গ্রেট মস্কো স্টেট সার্কাসের মহাপরিচালক এডগার্ড জাপাশনি রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ছয়টি হাতি, তিনজন প্রশিক্ষক এবং একজন পশুচিকিৎসককে নিয়ে একটি আইএল-৭৬ বিমান মিয়ানমার থেকে রাশিয়ায় একদিনের বেশি সময় ধরে ভ্রমণ করেছে। পথে দুটি রিফুয়েলিং স্টপ নেওয়া হয়। ‘হাতিগুলোর সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তারা সময় অঞ্চলের পার্থক্য সত্ত্বেও আরামদায়কভাবে মানিয়ে নিচ্ছে,’ জাপাশনি জানান।
হাতি সংক্রান্ত আইনি ও পরিবহন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো কাটাতে দুই বছর লেগেছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।
হাতিগুলোর নির্বাচন মিয়ানমারের প্রধানমন্ত্রী ও জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর সরাসরি তত্ত্বাবধানে করা হয়েছে বলে মিয়ানমারের রাশিয়া দূত উ থিত লিন ওন ‘তাস’ ও ‘কালুগা’ সংবাদমাধ্যমকে জানিয়েছে।
সারাবাংলা/এনজে