নরসিংদীতে ‘তারুণ্যের উৎসব’ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
১৪ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯
নরসিংদী: ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নরসিংদীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসব।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে নরসিংদীর ঐতিহ্যবাগী সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এই উৎসবে ক্রিকেট, ফুটবল, ব্যডমিন্টনসহ প্রায় সব ধরণের খেলাধূলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে চলমান এই প্রতিযোগিতায় মাতবে শিক্ষার্থীসহ শিশু-কিশোররা।
নরসিংদীর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানসহ জেলা, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে অনূর্ধ্ব ১৭ বছরের শিক্ষার্থীদের নিয়ে সিক্সার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/এসডব্লিউ