মিরপুর-১২ নম্বরের রাস্তায় যান চলাচল বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৪:১২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
১৪ জানুয়ারি ২০২৫ ১৪:১২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
ঢাকা: বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় সব সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
যান চলাচল স্বাভাবিক করতে ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে একটি টিম কাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমরান হোসেন বলেন, ‘এখনো (দুপুর ২টা) যান চলাচল বন্ধ রয়েছে। তাদের নানাভাবে বুঝানোর চেষ্টা চলছে।’
অন্যদিকে বস্তিবাসীর দাবি, ‘আমরা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের জন্য টাকা দেই নিয়মিত। আমাদের নামে লাইন দিক অথবা লাইন কাটা চলবে না। লাইন কাটলে আমরা সবাই বিপদে পড়বো।’
সারাবাংলা/ইউজে/এসডব্লিউ