Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিপ্লবী ওয়াকার্স পার্টি
দেশ পরিচালনায় আমলা নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল হক বলেছেন, বর্তমান সরকার আমাদের সরকার। তবে দেশ চালানোর ক্ষেত্রে সরকারের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমলা নির্ভরশীল হয়ে দেশ পরিচালনা করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ওয়াকার্স পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, এদিকে পাঁচ মাস অতিক্রান্ত হলেও অন্তবর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের মধ্যে নানাদিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মনে হয়, মাঝে মধ্যে তারা খেই হারিয়ে ফেলছেন, নন-ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন। এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতার টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে। এমনকী পথও হারাতে পারে।

এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কারের নামে ইচ্ছা করে আপনাদের মেয়াদ বাড়াবেন না।

চলমান বিভিন্ন বিষয়ে তিনি বলেন, সচিবালয় এখনও অস্থিরতা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারীভাবে সক্রিয় করা যায়নি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় নি। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্কুলের পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয়া হয়েছে।

সাইফুল হক বলেন, অন্যদিকে দেশের বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এর মধ্যেই অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। টিসিবি’র ট্রাকসেলে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব তৎপরতা বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে ‘মরার উপর খাড়ার ঘা’ এর মত। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এসব পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। অন্যদিকে শিল্পে সরবরাহ করা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

বিজ্ঞাপন

‘সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্হী’ হিসেবে আখ্যায়িত করে আইএমএফ এর পরামর্শে নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও কর বাড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

৪৬ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি পূরণের জন্যই নাকি এসব গণবিরোধী পদক্ষেপ নেয়া হয়েছে- এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, আমরা মনে করি যে, সরকারের রাজস্ব আয় বাড়ানোর অনেকগুলো সুযোগ রয়েছে। কর দেয়ার যোগ্যতা রয়েছে- এরকম লাখ লাখ মানুষ আছেন যারা কর দিচ্ছেন না। বস্তুত কর ফাঁকির মহোৎসব চালাচ্ছেন তারা। কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের ধরতে দৃশ্যমান ও কার্যকরী কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। এছাড়া প্রায় ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ আদায়েও বিশেষ কোনো তৎপরতা নেই। ছাত্র-শ্রমিক ও জনতার এত বড় গণঅভ্যুত্থানের পরও দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়াদের কাছ থেকে তাদের অবৈধ অর্থবিত্ত উদ্ধারে গত ক’মাসে কোন উদ্যোগই নেয়া হয়নি। বরং দেখা যাচ্ছে যে, নানাভাবে তারা পুনর্বাসিত হচ্ছে। অন্যদিকে জ্বালানি খাতসহ নানা ক্ষেত্রে রয়েছে সীমাহীন সিস্টেম লস ও দুর্নীতি। কর ফাঁকি রোধ, খেলাপি ঋণ ও অবৈধ অর্থবিত্ত সামান্যও যদি উদ্ধার করা যায়, তাহলে বিদ্যমান রাজস্ব সংকট কাটিয়ে উঠা সম্ভব। এই বাইরে অপ্রয়োজনীয় কিছু মেগা প্রকল্প বন্ধ বিলাসদ্রব্যের আমদানি সীমিত করাসহ নানাভাবে আর্থিক সংকট উত্তরণের সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, বিপ্লবী যুব সমাজের আহ্বায়ক বাবর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বিপ্লবী ওয়াকার্স পার্টি মোঃ সাইফুল হক