Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউকের প্লট কেলেঙ্কারীতে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক দুই মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:১৯

ঢাকা: অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে। আবার সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর