Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪০

ঢাকা: প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে কি কি ধরণের সহযোগিতা দরকার সেটার তালিকা দিবে ইউএনডিপি।

কি ধরনের কারিগরি সহায়তা চাইছে ইসি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আখতার আহমেদ বলেন, ইউএনডিপি হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজি’র কিছু গোল আছে সেগুলোতে তারা সহায়তা করবে।

তিনি জানান, মূলত আজকে এ বৈঠকের মধ্য দিয়ে এ সহযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সচিব আখতার আহমেদ জানান, ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনাররা বলেছেন, প্রধান উপদেষ্টা যে আমাদের একটা উইনডো দিয়েছে, আমরা তার ভেতর কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণ করণের প্রক্রিয়ায় সহায়তা করব। এছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। তারা ঘরে ঘরে তো যেয়ে তো তথ্য আনবে না। সে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে ওরা সহায়তা করবে।

এ সময় ইভিএম নিয়ে কোনো একটি প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ইভিএম’র বিষয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

এর আগে, প্রতিনিধি দলটি প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করে। পরে সভাকক্ষে অপর চার কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এরপর ইসি সচিবের সঙ্গে বৈঠক করে ইউএনডিপি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

ইসি সচিব জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর