Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মিছিলে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭

শামসুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (৭৬) বরুমচড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সিকদারের বাড়ির বাসিন্দা। তিনি একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। ২০২২ সালের ৬ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন সারাবাংলাকে জানান, বিএনপির মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী এজাহারনামীয় আসামি। মঙ্গলবার দুপুরে বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

সারাবাংলা/আইসি/এইচআই

ইউপি চেয়ারম্যান গ্রেফতার চট্টগ্রাম শামসুল ইসলাম চৌধুরী