Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

ঢাকা: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, সীমান্ত ইস্যুতে বাংলাদেশ-ভারতের উত্তেজনার মাঝেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত রোববার বিপিসির পর্যালোচনা সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বিপিসিতে খোঁজ নিয়েও এর সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশ না করে কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১ হাজার ৩৭ কোটি টাকা।

সূত্র জানায়, এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়।

উল্লেখ্য, বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে। এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

গত বছরের আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি দুই দেশের সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর সমাধান না হতেই দেশটি থেকে ডিজেল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

জ্বালানি বাংলাদেশ-ভারত বাণিজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর