Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ২ ইটভাটা বন্ধের নির্দেশ, ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩৫

রাঙ্গামাটি:  অভিযান পরিচালনাকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অবৈধ দুটি ইটভাটা বন্ধের নির্দেশ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকসে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ইটভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, সোমবার জেলার রাজস্থলী উপজেলায় দুটি ইটভাটা বন্ধ ও এক লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/ইআ

ইটভাটা বন্ধ জরিমানা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর