Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুহার খান সামির মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নুহার খান সামির। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খানের একমাত্র পুত্র তরুণ ব্যবসায়ী নুহার খান সামির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, ‘একমাত্র পুত্র সন্তান নুহার খান সামিকে হারিয়ে শোক বিহব্বল পিতা-মাতা ও পরিবারের সদস্যদের প্রতি শোক জানানোর ভাষা আমার জানা নেই। সকল সন্তানই পিতা-মাতার নিকট আদরের হয় এবং এটাই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘একমাত্র পুত্র হারানোর ব্যথা যে কত কঠিন হয় তা সহজেই অনুমেয়। একমাত্র পুত্রের লাশের কফিন কতটা ভারি হয় সেটিও পুত্র হারানো পিতাই অনুধাবন করতে পারেন। পুত্রহারা পিতা-মাতাকে মহান রাব্বুল আলামীন ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন, সেই দোয়াই করি।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব তার শোকবার্তায় নুহার খান সামির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, মঙ্গলবার দুপুরে হার্ট এ্যাটাক করে নুহার খান সামি দুবাইয়ে ইন্তেকাল করেছেন। তিনি জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইথুন বাবুর ভাতিজা।

সারাবাংলা/এজেড/এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর