Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকরা মাঠে নামতে বাধ্য হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে পরিস্থিতির অবনতি হলে আইন-শৃঙ্খলা রক্ষায় নাগরিকরা মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মো. নুর হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন ইউনুছ আহমাদ।

বিজ্ঞাপন

গত ১২ জানুয়ারী রাতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ‘মো. নুর হোসেনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ এবং মামলা দায়েরের পরও এখন পর্যন্ত সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ার ঘটনায় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যদি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নাগরিকরা মাঠে নামতে বাধ্য হবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলা করে অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে কিনা, সে বিষয়টি তদন্ত করতে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান ইউনুছ আহমাদ।

সারাবাংলা/এজেড/এমপি

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর