Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কবে হবে তা সরকার ও রাজনৈতিক দল নির্ধারণ করবে: জাতিসংঘের সমন্বয়কারী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪৯

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে আসন্ন নির্বাচন কবে হবে- তা সরকার ও রাজনৈতিক দল নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস।

বৈঠক শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল কাজ করবে।

গোয়েন লুইস আরও বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবে।

সারাবাংলা/জিএস/আরএস

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস