Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ রোধ অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ৯ ইটভাটা বন্ধ

স্পেশাল করেসপডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২৩:১৭

পরিবেশ অধিদফতরের অভিযান

ঢাকা: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদফতর দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে। সারা দেশে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪ লাখ টাকা জরিমানা এবং ৯টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং কুড়িগ্রাম জেলায় পৃথক অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মুগদা, ধানমণ্ডি, শাহআলী (ঢাকা) এবং রংপুরে চারটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে আটটি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টি যানবাহনের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। দু’টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮২ কেজি পলিথিন জব্দ করা হয়। দু’টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদফতরের বায়ুদূষণ রোধে এ কার্যক্রম চলমান থাকবে।

সারাবাংলা/ জেআর/ এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর