Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীবিষয়ক আরও বেশি লেখালেখি করতে হবে: ফারুক ওয়াসিফ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২১:৩২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:৩৪

নারী সাংবাদিকদের জন্য আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ঢাকা: নারী সাংবাদিকদের এগিয়ে যেতে হলে, নারীদের নিয়ে আরও বেশি লেখালেখি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নারী সাংবাদিকদের জন্য আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, ‘আপনাদেরকে সাগর-রুনী ইস্যূতে অনুসন্ধানী সংবাদ করতে হবে। এ ছাড়াও তনু হত্যার ঘটনা, ফালানী হত্যার মতো ঘটনাগুলো নিয়ে আরও অনেক লিখতে হবে।

নারী বিষয়ক সংবাদ তৈরির ক্ষেত্রে ফান্ড দিয়েও সহযোগিতা করা হবে বলে জানান পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘আপনারা যদি নারী ইস্যূতে অনুসন্ধানী মূলক সংবাদ প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হন, আমাদেরক প্রস্তাবনা দিলে আমরা প্রয়োজনে আপনাদেরকে ফান্ড দিব। কিন্তু আপনারা আপনাদের কলম থামাবেন না।’

এ সময় মাল্টিমিডিয়া জার্নালিজমে নারীদের উপস্থিতি আরও বাড়াতে হবে বলেও মন্তব্য করেন ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘মাল্টিমিডিয়া জার্নালিজম, গণমাধ্যমের একটি নতুন অধ্যায়। তরুণ সাংবাদিকরা এই মাধ্যমে এগিয়ে গেছে। তবে নারী সাংবাদিকদের উপস্থিতি কম। তাই এমন প্রশিক্ষণ আরও করা হবে। কিন্তু নারীদেরকেও এই মাল্টিমিডিয়া জার্নালিজমে আগ্রহী হতে হবে এবং ধরে রাখতে হবে।’

পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ৩৬ জন নারী সাংবাদিক। এই প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন ব্যবহারিক পদ্ধতি হাতে কলমে শেখানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেষ হয় আয়োজনটি। সমাপনী অনুষ্ঠানে, প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/ এইচআই

প্রেস ইনস্টিটিউট বাংলাদশ ফারুক ওয়াসিফ মাল্টিমিডিয়া জার্নালিজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর