ব্যাংক কর্মচারীকে হাতকড়া পরিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
১৪ জানুয়ারি ২০২৫ ২২:১৭
মুন্সীগঞ্জ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে হাতকড়া পড়িয়ে মারপিট করে এজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্মচারীর নাম আফজাল শেখ। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারী। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ।
আফজাল শেখ জানান, দুপুরে তিনি ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাসযোগে ইছাপুরা আসেন। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত মিশুকে চড়ে ভবানীপুর এজেন্ট শাখার উদ্দেশ্যে রওনা দেন। পথে কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে আসলে মাইক্রোযোগে কয়েকজন তার মিশুকের গতিরোধ করে। এ সময় তাকে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে চোখ বেঁধে ফেলে।
তিনি বলেন, হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয়ে জানতে চাইলে ওই লোকজন আমাকে মারধর করে। একইসঙ্গে তারা বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করে দিব। এরপর ওই লোকজন সঙ্গে থাকা সমুদয় টাকা নিয়ে আমাকে অন্যত্র ফেলে রেখে চলে যায়।’
এ ব্যাপারে সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, ‘আফজাল শেখকে কাঠালতলী এলাকা থেকে মাইক্রোতে তুলে নিয়ে নিমলতলা ও আব্দুল্লাহপুর গ্রামের মাঝমাঝি স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এইচআই