Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর বিশ্ববিদ্যালয় আন্দোলনে নতুন মাত্রা, আসছে পথ নাটক

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫ ২৩:৫২

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কর্মসূচির নতুন অংশ হিসেবে ‘তাহ্বান্দ’ ঘোষণা করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্য।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ‘তাহ্বান্দ’ পালনের অংশ হিসেবে ১৬ জানুয়ারি মহাখালীর আমতলীতে আয়োজন করা হবে পথ নাটক। তিতুমীর যেভাবে উপনিবেশিক শাসন ও জমিদারি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীরা পথ নাটকের মাধ্যমে বর্তমান শিক্ষাব্যবস্থার সিন্ডিকেট ভাঙা এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাবেন।

বিজ্ঞাপন

নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার ওপর চাপিয়ে দেওয়া সিন্ডিকেটের দুঃশাসন এবং তিতুমীর শিক্ষার্থীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতামূলক মনোভাব তুলে ধরবেন।

‘তাহ্বান্দ’ সম্পর্কে জানতে চাইলে তিতুমীর ঐক্যের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘তাহ্বান্দ’ একটি প্রতিবাদের প্রতীক। জমিদারদের শোষণের বিরুদ্ধে নীল চাষীরা প্রতিবাদের অংশ হিসেবে ‘তাহ্বান্দ’ পোশাক পরিধান করতেন। পথ নাটকটি আমতলী সড়কে অনুষ্ঠিত হবে। আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলীতে জড়ো হবো এবং নাটক শেষে ক্যাম্পাসে ফিরে যাবো।’

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ১৯ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই দিন সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।

বিজ্ঞাপন

সেই কমিটি এখনো চূড়ান্ত কোনো বার্তা দেয়নি। এর মধ্যে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত ওই কলেজগুলোর একটি সরকারি তিতুমীর কলেজ। বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

ছবির গল্প / সাকরাইন উৎসব
১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৩০

আরো

সম্পর্কিত খবর