ঢাকায় ঠান্ডা বাতাস, অন্যত্র কুয়াশায় ঢাকা
১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৫২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১১:১৭
ঢাকা: সকাল থেকে হু হু করে বাতাস বইছে রাজধানী ঢাকায়। কুয়াশা না থাকলেও বাতাসের কারণে অন্য দিনগুলোর চেয়ে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে।
বুধবার (১৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। একই পরিস্থিতি থাকতে পারে বৃহস্পতিবারও। এদিনও শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ওইদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে এই দুইদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, ‘বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী, রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।’
তিনি আরও জানান, ‘উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’
সারাবাংলা/জেআর/এমপি