চোটের কারণে বিপিএল শেষ কর্নওয়ালের
১৫ জানুয়ারি ২০২৫ ০৯:৩১
এবারের বিপিএলের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। দীর্ঘদেহী ক্যারিবিয়ান ক্রিকেটার রাহকিম কর্নওয়ালের বিপিএল যাত্রাটা থেমে গেল টুর্নামেন্টের মাঝপথেই। ইনজুরির কারণে সিলেট স্ট্রাইর্সের হয়ে আর দেখা যাবে না কর্নওয়ালকে।
বিপিএল শুরুর আগেই কর্নওয়াল যোগ দিয়েছিলেন সিলেট শিবিরে। তবে দলের সাথে থাকলেও খুব বেশি ম্যাচে মাঠে নামতে পারেননি এই অলরাউন্ডার। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন না। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও ভালো কিছু করতে পারেননি তিনি। ব্যাট হাতে করেছেন ১৮ রান, নিয়েছেন একটি উইকেট। পরের ম্যাচে ঢাকার বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন কর্নওয়াল, নিয়েছেন ৩ উইকেট। তবে সেদিন ব্যাট হাসেনি তার। খুলনার বিপক্ষে ভালো পারফর্ম না করায় দলে জায়গা হারান তিনি।
সিলেটের একাদশে আর ফেরা হলো না কর্নওয়ালের। সিলেট তাদের অফিশিয়াল ফেসবুকে পেজে নিশ্চিত করেছে, ইনজুরির কারণে দেশে ফিরছেন কর্নওয়াল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ- চোটের কারণে বিপিএলে ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল। মাঠে ও মাঠের বাইরে অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’
৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছে সিলেট।
সারাবাংলা/এফএম