বিদেশ সফরে নিষিদ্ধ হচ্ছেন কোহলি-রোহিতদের পরিবার?
১৫ জানুয়ারি ২০২৫ ১০:১৯
ভারতীয় ক্রিকেটারদের উপর নতুন করে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বিসিসিআই। নতুন এসব নিয়মের মাঝে থাকছে চমক জাগানিয়া কিছু সিদ্ধান্তও। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিদেশ সফরে পরিবারের সাথে আগের মতো সময় কাটাতে পারবেন না ক্রিকেটাররা।
দেশে তো বটেই, বিদেশ সফরে বেশিরভাগ সময় পরিবারকে সাথেই নিয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। তবে সফরের মাঝে পরিবারের সাথে অতিরিক্ত সময় কাটানোয় খেলার প্রতি মনোযোগ কমছে, বিসিসিআইয়ের অভিযোগ এমনটাই। আর এতেই বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের ইস্যুতে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় বোর্ড।
ইন্ডিয়া টুডে বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে যাওয়ার পক্ষেই নেই। তবে সবকিছু বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে, ৪৫ দিন কিংবা তার বেশি সময়ে সফরে পরিবারের সদস্যরা ক্রিকেটারদের সাথে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না। সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সাথে থাকা যাবে না। এর চেয়ে কম দিনের সফরে ক্রিকেটাররা এক সপ্তাহের বেশি পরিবারের সাথে থাকতে পারবেন না।
ভারতীয় ক্রিকেটারদের সাথে বোর্ডের এমন চুক্তি অবশ্য আগেই ছিল। তবে করোনা মহামারির সময় শিথিল করা হয় এসব শর্ত। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই পরিবারকে পুরোটা সময় সাথে রাখার অনুমতি দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে বিদেশ সফরে ক্রিকেটাররা দলের চেয়ে পরিবারকেই বেশি সময় দেন, এমনটাই অভিযোগ উঠেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে নাকি মাত্র একবার দলের সবাই একসাথে ডিনার করেছেন! পুরো সিরিজজুড়েই দলের সবাই যার যার পরিবারের সাথেই বেশি সময় কাটিয়েছেন বলে জানা গেছে।
এরকম অবস্থান নতুন করে সব বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বোর্ড। তারা ফিরে যাচ্ছে করোনার আগের নিয়মে। সেই নিয়মে সব খেলোয়াড়কে অবশ্য টিম বাসে ভ্রমণ করতে হবে। সময় মেনে করতে হবে অনুশীলন। সফরে দলের সাথে আগের চেয়ে আরও বেশি সময় কাটাতে হবে তাদের।
ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলছেন, বোর্ডের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, ‘ক্রিকেটারদের মাঝে মতপার্থক্য থাকতে পারে। কেউ হয়তো পুরো সফরে তার পরিবারকে পাশে চায়, অন্যরা হয়তো পরিবারকে কিছু সময় দিয়ে বাকি সময়টা খেলার মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধান্ত যাই হোক, দলের সবাইকে সেটা মেনে নিতে হবে।’
সারাবাংলা/এফএম
আনুশকা শর্মা গৌতম গম্ভীর জাসপ্রীত বুমরাহ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের পরিবার রোহিত শর্মা