Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, শতাধিক ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯

ঘন কুয়াশায় ঢাকা গোটা দিল্লি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা ঢাকা পড়েছে ঘনকুয়াশায়। এমন পরিস্থিতিতে দিল্লির বিমানবন্দরে ১৮৪টি ফ্লাইট বিলম্বিত ও ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট বিলম্বের পাশাপাশি দিল্লিগামী ২৬টি ট্রেনও ধীর গতিতে চলছে। সময়মতো ট্রেনগুলোও গন্তব্যে পৌঁছাতে পারছে না।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দিল্লিতে তাপমাত্রা নামে ৯ ডিগ্রিতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বিকেল ও রাতের দিকে ঘনকুয়াশা আরও বাড়তে পারে।

এর আগে দিল্লিতে ঘনকুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। বিকেলের দিকে হালকা বৃষ্টিও হতে পারে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। এর স্কোর ২৭৭। যার মানে হলো শহরটির বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থনে রয়েছে। শহরটির স্কোর ২৫১।

সারাবাংলা/এসডব্লিউ

কুয়াশা দিল্লি দিল্লির বায়ুদূষণ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর