সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৭
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৭
ঢাকা: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থনীয় সরকার, নৌপরিবহণ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
সারাবাংলা/ইউজে/ইআ