Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা উঠলো ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের মেলা ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া, সহ সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সসহ আয়োজক সংগঠকরা।

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। ছবি: সারাবাংলা

এবারের মেলায় দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.নেটসহ কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে আছে।

তিন দিনব্যাপী মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকছে বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে।

এবারের মেলায় স্পন্সর হিসেবে আছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.নেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ছবি: সারাবাংলা

শুক্রবার (১৭ জানুয়ারি) সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে।

মেলা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে https://cictf.com/ ভিজিট করুন।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

আইসিটি ফেয়ার চট্টগ্রাম সারাবাংলা.নেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর