সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা
১৫ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:১৬
কিশোরগঞ্জ: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে কিশোরগঞ্জে মামলা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে। এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো।
বুধবার (১৫ জানুয়ারি) কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে তহমুল ইসলাম নামের এক তরুণ মামলাটি দায়ের করেন।
মামলায় আবদুল হামিদ ৩ নম্বর আসামি। ১ নম্বর আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে; ২ নম্বরে আছেন শেখ রেহানা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র-জনতার গড়ে ওঠা ঐক্য-আন্দোলনকে দমন করতে দেশ-বিদেশে অবস্থান করা ১ নম্বর থেকে ২০ নম্বর আসামি সারাদেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সে জন্য তারা ২১ থেকে ৪০ নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য ৪১ থেকে ১২৪ নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশি অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন।
মামলার বাদী তহমুল ইসলাম বলেন, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র–জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা করেছেন।
সারাবাংলা/ইআ