লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকিয়ে রেখেছেন দমকল কর্মীরা
১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানল ঠেকাতে অবিরাম কাজ করে যাচ্ছেন দেশটির দমকল কর্মীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জরুরি অবস্থা জারির পরে এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সফল হয়েছেন তারা।
শুষ্ক পরিবেশের মধ্যে মরুভূমি থেকে ধেয়ে আসা বাতাসে আগুন আরও উস্কে উঠছে একটু পর পর। কিন্তু দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় দাবানল আর ছড়াতে পারেনি। উল্টো দাবানলের ওপর কিছুটা নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয়েছেন তারা।
দাবানলগুলোর বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্যসহ দুইটি বিদেশি রাষ্ট্রের প্রায় ৮ হাজার ৫০০ দমকল কর্মী।
এদিকে, ২৪ ঘণ্টা ধরেই শুকিয়ে রুক্ষ হয়ে থাকা পাহাড়গুলোতে পানি ঢালছেন ও আগুন নিরোধক ছিটাচ্ছেন দেশটির আকাশযানের একটি বহর। নিচে স্থলে থাকা দমকল কর্মীরা পানির পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে তীব্র ঝড়ো বাতাসের কারণে আকাশযানগুলো কখনো কখনো নিচে নামিয়ে রাখতে হচ্ছে।
পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের ক্ষতিগ্রস্থ ৯৬ বর্গ কিলোমিটার (২৩৭১৩ একর) এলাকা পুড়ে যাওয়ার পরে দমকল কর্মীরা এটিকে এই সীমার মধ্যেই আটকে রাখতে সক্ষম হয়েছেন আর তাদের নিয়ন্ত্রণ ৩ শতাংশ বাড়িয়ে মোট ১৭ শতাংশে উন্নিত করতে পেরেছেন।
পূর্ব প্রান্তের পাহাড়গুলোর পাদদেশের ইটন আগুন ৫৭ বর্গ কিলোমিটারের (১৪১১৭ একর) মধ্যেই সীমাবদ্ধ আছে। এই দাবানলের ওপর নিয়ন্ত্রণ ২ শতাংশ বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রাতে স্যান্টা অ্যানা বাতাস দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে আর এই জরুরি অবস্থা বুধবার পর্যন্ত বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ