Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ১ বাংলাদেশিকে ধরে নিয়েছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বুধবার (১৫ জাুয়ারি) ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ‘অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যাক্তিকে আটক করেছে বিএসএফ। ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভারতীয় বড়বিল্লা বিএসএফ সীমান্তের জিরো লাইনে একজন মানসিক ভারসাম্যহীনকে আটক করে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। তিনি বাংলাদেশ সীমান্তের বেউরঝাড়ী বিজিবি মেইন পিলার ৩৮০ এর আশপাশে ছিলেন। বেশ কয়েদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারি হাট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই ব্যাক্তিকে দেখা গেছে। তিনি তার নাম ঠিকানা কিছুই বলতে পারেন না।

লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘স্থানীয়রা কেউই ওই ব্যাক্তিকে চেনেন না। বাংলাদেশি ওই ব্যাক্তিকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বিজিবি।’

সারাবাংলা/এমপি

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর