Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার আমলে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৫:২১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৪

রাজধানী উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছে ও লিখেছে, তারা নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানী উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘গত ১৬-১৭ বছর যে স্বৈরাচার দেশ শাসন করেছেন, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিলেন যে, এ দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে। এই ছাত্র জনতার মধ্যে শিশুও শহিদ হয়েছে। অসংখ্য ছাত্র, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমি সরকারকে আহবান করব- যারা ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছে, তাদের বিষয়ে গুরুত্ব সহকারে ভাববেন।’

দুদু বলেন, ‘শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনাসহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে- এর জন্য শুধু রাজনৈতিক দলের ওপর দায়িত্ব দিলেই হবে না, এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছে তাদেরকেও সজাগ থাকতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি, তারপরও তাদের এ কাজগুলো করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সকালের পত্রিকার উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলাসুর রহমান মাসুমসহ অন্যান্য কর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিক

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর