Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৮

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন নরকিয়া

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণার দুইদিনও পার হয়নি। দক্ষিণ আফ্রিকা এর মাঝেই শুনল বড় দুঃসংবাদ। শুরুর আগেই শেষ হয়ে গেল পেসার এনরিখ নরকিয়ার টুর্নামেন্ট। ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াড থেকেই ছিটকে গেছেন তিনি।

ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। প্রায় দেড় বছর পর সুস্থ হয়ে ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে। সেই সুবাদে জায়গা করে নিয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডেও।

বিজ্ঞাপন

কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগে আবার ইনজুরিতে পড়েছেন নরকিয়া। এক স্ক্যানে তার পিঠের সমস্যা আবারও ধরা পড়েছে। এতেই ঘরোয়া টি-২০ লিগের বাকি ম্যাচগুলো থেকে সরে যাচ্ছেন নরকিয়া। একই সাথে তার চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্নটাও শেষ হয়ে গেছে।

নরকিয়ার সুস্থ হয়ে ফিরতে কতদিন লাগবে সেটা এখনো নিশ্চিত করেনি দক্ষিণ আফ্রিকা। নরকিয়ার পরিবর্তে কাকে নেওয়া হবে প্রাথমিক স্কোয়াডে, সেটা দ্রুতই জানিয়ে দেবে প্রোটিয়া ম্যানেজমেন্ট। তবে খুব সম্ভবত আরেক পেসার জেরাল্ড কোয়েটজেকেই স্কোয়াডে নিতে পারে প্রোটিয়ারা।

আগামী ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এফএম

এনরিখ নরকিয়া চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর