Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২৩:৫২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০০:০০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বারডেম হাসপাতালের সামনে শাহবাগ মেট্রোরেল স্টেশন ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে একটি শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখা ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর রায়হান নামে (১৯) এক ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ধর্ষণ পথশিশু শাহবাগ মেট্রো স্টেশন