Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত এডিপি
স্বাস্থ্য সেবা বিভাগ: সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বাস্তবায়নাধীন চতুর্থ সেক্টর কর্মসূচি এইচপিএনএসপি-ভুক্ত একটি অপারেশনাল প্ল্যান এবং একটি বিনিয়োগ প্রকল্পের অনুকূলে সর্বমোট ৫ হাজার ৬৬৮ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৫৫১ কোটি ৭০ হাজার টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ১১৭ কোটি ১২ লাখ টাকা ধরা হয়েছে।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশনে এ সম্প্রতি এ প্রস্তাব দেওয়া হয়।

এদিকে চলতি অর্থবছরের মধ্যে ৭টি উপ-প্রকল্প শেষ করতে চায় স্বাস্থ্য সেবা বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বাস্তবায়নাধীন চতুর্থ সেক্টর কর্মসূচি-ভুক্ত ১টি অপারেশনাল প্ল্যান হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট এবং ৬টি হচ্ছে বিনিয়োগ প্রকল্প।

এগুলো হলো- ১. এস্টাবলিশমেন্ট অব শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালদঞ্জ (দ্বিতীয় সংশোধিত) ২. পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, পটুয়াখালী (প্রথম সংশোধিত) ৩. এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল (দ্বিতীয় সংশোধিত) ৪. কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনস (দ্বিতীয় সংশোধিত) ৫. ১৫টি সরকারি হাসপাতালে হাসপাতাল ভিক্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থা (প্রথম সংশোধিত) এবং ৬. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১৫০ শয্যা বিশিষ্ট কার্ডি ভাসকুলারই স্থাপন (প্রথম সংশোধিত)। এগুলো সংশোধিত এডিপিতে সম্ভাব্য সমাপ্য প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/জেজে/এনজে

প্রস্তাব বরাদ্দ সংশোধিত এডিপি স্বাস্থ্য সেবা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর