Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর কখনোই রাতে ভোট হবে না: ইসি মাছউদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:২৯

ঢাকা: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষন করবে কমিশন।

তিনি জানান, সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় পরিবর্তনের বিষয়টি চলে আসে। তাই সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও একধাপ এগিয়ে যাবে কমিশন।

ইসি মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। আমরা আত্মবিশ্বাসী সকলের সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/এনএল/ইআ

আব্দুর রহমানেল মাছউদ নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর