Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না— ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৫

‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে সারজিস আলম। ছবি: সারাবাংলা।

কুড়িগ্রাম: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে শহরে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আর যদি আমার কোনো ভাই-বোনের সীমান্তে কাঁটাতারে লাশ ঝুলে— তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে ‘মার্চ ফর ফেলানীর’ মত লং মার্চ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্রজনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আকড়ে ধরতে কোনো দেশের দালাল হোন তাহলে তাদের পরিনতি খুনি হাসিনার মতো হবে।’

লং মার্চের শুরুতে ফেলানী হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারসহ ৫ দফা দাবি জানান সারজিস আলম।

লং মার্চে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দফতর সম্পাদক জাহিদ আহসান, সমন্বয়ক রকিব মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এছাড়াও লং মার্চে ফেলানীর বাবা নুর ইসলামও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লং মার্চটি সকাল ১১ টায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। লং মার্চ শেষ হবে কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলা রামখানা ইউনিযনের নাখারগন্জ গ্রামে ফেলানীর বাড়িতে।

সারবাংলা/এসআর

‘মার্চ ফর ফেলানী’ কুড়িগ্রাম জাতীয় নাগরিক কমিটি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর