৩৫৩১ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন
১৬ জানুয়ারি ২০২৫ ২০:৩১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৯
ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি এবং ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ৩ হাজার ৫৩১ কোটি টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে দুটি পৃথক প্রস্তাবে আগামী ফেব্রুয়ারি মাসের জন্য (চলতি বছরের ৬ষ্ঠ ও ৭ম কার্গো) দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে আমদানিকৃত এলএনজির (৬ষ্ঠ কার্গো) দাম ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬৯২ কোটি ৭৯ লাখ টাকা (প্রতি ইউনিটের দর ১৪.৪৪৫ ডলার)।
অন্যদিকে ৭ম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এটি আমদানিতে ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬৬৩ কোটি ৪ লাখ টাকা (প্রতি ইউনিটের দর ১৩.৮২৪৭ ডলার)।
সূত্র জানায়, বৈঠকে পাকিস্তান ও ভারত থেকে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৪৯৯ ডলার দরে এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা।
অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের গুরুদেও এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করা হবে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল। প্রতি মেট্রিক টন ৪৫৪ দশমিক ১৪ ডলার দরে এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২৭৭ কোটি ২ লাখ টাকা।
সূত্র জানায়, বৈঠকে টিসিবি’র জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬টি পৃথক প্রস্তাবে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল, ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল, ১৫ হাজার মেট্রিক টন মসুর চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এগুলোর মধ্যে- সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকা (প্রতি লিটার ১৭১ টাকা ৯৫পয়সা); সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ১৮৮ কোটি ৬৫ লাখ টাকা (প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সা); শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে ২ কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল ক্রয়ে ৩৫৮ কোটি ৪৯ লাখ টাকা (প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সা); শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ৯৭ কোটি ৯১ লাখ টাকা (প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা); মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে ১১৫ কোটি ২৫ লাখ টাকা (প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা) এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা (প্রতি কেজি ১১৭ টাকা ৯০ পয়সা) ব্যয় হবে।
সূত্র জানায়, এছাড়া বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় দুটি পৃথক প্রস্তাবে বিএডিসি’র জন্য ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাশিয়ার প্রুডিনটর্গ থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১০৬ কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকা (প্রতি মেট্রিক টন ২৯২.১২ ডলার)।
অপর প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১১তম (ঐচ্ছিক ২য়) লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ২৮৯ কোটি ১৪ লাখ টাকা (প্রতি মেট্রিক টন ৫৯২.৫০ ডলার)।
সারাবাংলা/আরএস