Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হবে’


২১ ডিসেম্বর ২০১৭ ১৯:২০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : জেরুজালেম ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহারে দেশটি বাধ্য হবে। জেরুজালেমকে নিয়ে কোনো আপস করার সুযোগ নেই। আমরা অন্তর থেকে বিশ্বাস করি ফিলিস্তিনের মানুষ অতি শিগ্‌গিরই তাদের স্বাধীন দেশে মুক্ত হাওয়া নিবেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত, ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার মার্কিন ষড়যন্ত্র রুখে দাড়াও’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের হেড অব মিশন ইউসেফ এস ওয়াই রামাদান বৃহস্পতিবার বিকেলে এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসমারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কাসেম।

জেরুজালেমকে নিয়ে কোনো আপস করার সুযোগ নেই উল্লেখ করে এস ওয়াই রামাদান বলেন, ‘পৃথিবীর যত শক্তিধর দেশই হোক না কেন, ফিলিস্তিনের জনগণ এমন সিদ্ধান্ত মেনে নেবে না। জেরুজালেম নিয়ে সামান্যতম আপসের সুযোগ নেই। এটা সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র জায়গা, এখানে শুধু ফিলিস্তিনিদের আবেগ-অনুভূতির বিষয় নয়, সমগ্র মুসলমানদের বিষয়। তাই এই বিষয়ে ফিলিস্তিন চাইলেও একা কোনো সিদ্ধান্ত দিতে পারে না।’

ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, ‘ট্রাম্পের ঘোষণার পর বিশ্বব্যাপী নিন্দা ঝড় উঠেছে। ফিলিস্তিনের জনগণ ইস্পাত কঠিন ঐক্যে দাঁড়িয়ে গেছে। আমরা বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ-আন্দোলন চলবে। আজকের জেরুজালেমের যে পরিস্থিতি তা ১৫ শ’ বছর আগে আল্লাহতায়ালা পবিত্র কোরআন শরীফে বর্ণনা করে রেখেছেন। তাই আমরা অন্তর থেকে বিশ্বাস করি ফিলিস্তিনের মানুষ অতি শিগ্‌গিরই তাদের স্বাধীন দেশে মুক্ত হাওয়া নিবেন।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনের প্রতি শতভাগ সমর্থন জানিয়ে ৪ দফা প্রস্তাব জানায়। দলটির সভাপতি এবং বেসমারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ওই সভায় বলেন, ‘ট্রাম্প জেরুজালেম নিয়ে হটকারী সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে। আল-কুদস মুসলমানদের পবিত্র স্থান। এটা কোনো মতেই ইসরাইলের রাজধানী হতে পারে না। এমন সিদ্ধান্ত দিয়ে ট্রাম্প বিশ্বকে ধর্মযুদ্ধের আবরণে ফেলে দেওয়ার চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী জনমত গঠনেও বাংলাদেশ লবিং করছে। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর মন্তব্য ইতিবাচক এবং প্যালেস্টাইনের প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে।’

আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টি দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার মার্কিন ষড়যন্ত্র রুখতে ওয়ার্কার্স পার্টি ৪টি প্রস্তাব বাস্তবায়ন করবে। এই ইস্যুতে বাংলাদেশে জনমত গঠন করতে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। সামনের জাতীয় সংসদ অধিবেশনে এই বিষয়ে একটি বিল উত্থাপন করা হবে। ফিলিস্তিনের দুস্তদের সহায়তায় স্বাস্থ্যসেবাসহ ত্রাণ সামগ্রী পাঠানো হবে। বিশ্বব্যাপী জনমত গঠনে বিশ্বের সবগুলো রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে উদ্যোগ নেওয়া হবে।’

গত ছয় ডিসেম্বর ফিলিস্তিনের ভূখণ্ডে জেরুজালেমকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। নিরাপত্তা পরিষদের ডাকা বৈঠকে ১৫টি দেশের মধ্যে ১৪টি দেশই (যুক্তরাষ্ট্র ব্যতীত) ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে মত দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর