Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ০৮:২১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:০৫

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতের অগ্নিকাণ্ড

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ৫ বছরের এক শিশু।

গতরাত (১৬ জানুয়ারি) ১২ টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে পুড়েছে শতাধিক ঘরবাড়ি।

টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান বলেন, ক্যাম্পে হঠাৎ আগুন লাগলে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ক্যাম্পে একটি ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। ওই আগুনের সূত্রপাত থেকে মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এ সময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সারাবাংলা/এনজে

আগুন কক্সবাজার টেকনাফ মৃত রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর