মানিকগঞ্জ: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা -কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ভোর ৫টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত ৩টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কুয়াশার তীব্রতা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া -দৌলতদিয়া ও সকাল ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় উভয় নৌ রুটের চারটি ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার হচ্ছে।