কুয়াশায় বন্ধ থাকার পর পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১০:১৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১০
১৭ জানুয়ারি ২০২৫ ১০:১৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১০
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা -কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ভোর ৫টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত ৩টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কুয়াশার তীব্রতা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া -দৌলতদিয়া ও সকাল ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় উভয় নৌ রুটের চারটি ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার হচ্ছে।
সারাবাংলা/এসডব্লিউ